Bangla Facebook Status Love 2022 | Facebook Bangla Status Love 2022

 Bangla Facebook Status 2022 | Facebook Bangla Status Love 2022

Facebook status bangla 2022, facebook status bangla 2022facebook bangla status about life, facebook status bangla 2022, fb status bangla romanticfb status bangla attitudealone fb status bangla.

fb status bangla attitudefacebook status bangla 2022, facebook status bangla, facebook status bangla 2022fb status bangla romantic, alone fb status bangla, fb status bangla about life, fb status bangla about life english.


তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,

তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি,

তুমি বর্ষার এক পশলা বৃস্টি,

তুমি মাজ রাতের পূর্ণিমার চাদ,

তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,

তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো,

******** সুপ্রভাত **********

Bangla Facebook Status Love 2022
Bangla Facebook Status Love 2022


শুভ সকাল শান্ত মন,

তুমি বন্ধু আছো কেমন ?

রাত পোহালো ভোর হলো,

আমি বন্ধু আছি ভালো,

ভালো থেকো সারাদিন ,

তোমাকে জানাই ….. গুড মর্নিং


স্নিগ্ধ আলো রোজ সকালে,

আছড়ে পড়ে নদীর তীরে,

শুভ সকাল পৌঁছে দিলাম,

তোমার হৃদয়ের মন্দিরে,

***** Good Morning*****


আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে,

আমি সুখের মাঝে হারায়, তুমি ভালোবাসো বলে,

আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে,

শুভ সকাল জান,




Bangla good night status


যোনাকি হল রাতের বাতি ।

স্বপ্ন নাকি ঘুমের সাথী।

মন হল মায়াবী পাখি।

বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।

তাই জানাই তোমাদের ‘ শুভ রাত্রী।


রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।

রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।

তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। শুভ রাত্রী।


এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে ?

ওকে দিচ্ছি ! কিন্তু আগে তুমি ঘুমাও ।

কারন আমার গিফট টা হলো ‘স্বপ্ন’ ।

দেখা হয়নি হবে না কভু,

জতদিন বেঁছে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে !

দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে ।

* শুভরাত্রি *

 Bangla Facebook Status 2022 | Facebook Bangla Status Love 2022

লাগে যখন খুব একা,

চাঁদ হয়ে দিবো দেখা,

মনটা যখন থাকবে খারাপ,

স্বপ্নে গিয়ে করবো আলাপ,

কষ্ট যখন মন আকাশে,

তারা হয়ে জ্বলবো পশে। শুভ রাত্রী


নিশিরাতে আমি করতে এলাম চুরি,

ভয় করোনা ভুলেও মারবোনা বাড়ি।

অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,

আমি শুধু চুরি করবো তোমার রাতের ঘুম।

শুভরাত্রী


আজ তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো,

কারণ রোজ মিষ্টি শরীরের জন্য ভালো নয়।

শুভরাত্রী


এক রাশ রাতের মিটিমিটি তারা,

এক মুঠো জোস্নার আলো,

এক চিমটি আকাশের নীল।

সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।

শুভরাত্রী


আজ আকাশে শুধুই লাখ তারার মেলা,

আজ রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা,

তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো মনের মতো করে,

আমি ঘুমাতে গেলাম তোমায় শুভ রাত্রি বলে।

শুভরাত্রী



Bangla funny status


“একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিল কাছে গিয়ে দেখি হারামজাদি tik tok করতাছে”


“মেয়েদের বিয়ের শখের চেয়ে বউ সাজার শখ বেশি জোরে বলেন ঠিক কিনা”


“এক গাজাখোরের স্ট্যাটাসঃ খাই একটু গাছের পাতা হেইডা নিয়া আবার এত্তো কথা”


“কিছু কাছের মানুষ জেনে শুনে,কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছে সমস্যা নাই একদিন এই লবণই চিনিতে রুপান্তিত হবে “


“মেয়েরা জদি লোভী না হতো স্বপ্নে রাজকুমার দেখে কেন বোতল টোকাই ও তো দেখতে পারতো“


“একটি বড় লোক মেয়ের সাথে ভালোবাসা সিনেমায় তেই সম্ভব”


“আরামের খেলাটা স্বপ্নেই খেলি বাস্তবে আর খেলা হলোনা “


“তার পর বলো ঔষধের দোকানে গেলে তোমার চোখ প্রথম কিসের দিকে যায়”


“তারপর বলো কে কে গিটার মারার পর আফসোস করো?”


“রাত জত গভির হয় বৌদি ততো জুরে চিল্লায় “


“কলসি ফুটা কইরা দিমু পানি পরবো বাইয়ারে”


” Boyfriend যদি বফ হয় আর Girlfriend যদি গফ হয় তাহলে জামাই হবে জম আর বৌ হবে বম এই কথা কন? ঠিক না ভেজাল আছে? “


” টিপলেই যদি বড় হত তাহলে আমার মোবাইলটা এতদিন যমুনা সেতুর চেয়েও বড় হয়ে যেত”




Bangla status for about life


অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে


দিনে কমপক্ষে ২০ বার বলুন– “আমি বেশ ভাল আছি”।


“জীবনের দু:খকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য”


প্রতিটি কাজ শুরু হয় শুন্য থেকে। ধাপে ধাপে তা পুর্ণতা পায়।


“যার ধৈর্য আছে, তার চাওয়া একদিন পূরণ হবেই ”

 Bangla Facebook Status 2022 | Facebook Bangla Status Love 2022

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?”


“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”


“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”




Bangla Inspire girl status


মহিলারা যদি তাদের ক্ষমতা বোঝে এবং ব্যবহার করে তবে তারা বিশ্বের পুনর্নির্মাণ করতে পারে।


আপনি যদি কিছু বলতে চান, একজন কে জিজ্ঞাসা করুন; যদি আপনি কিছু করতে চান, একজন মহিলাকে জিজ্ঞাসা করুন।


একজন শক্তিশালী মহিলা কীভাবে তার জীবনকে লাইনে রাখতে পারে তা জানে। তার চোখে অশ্রু সহ, তিনি এখনও বলতে বলতে পরিচালনা করেন, “নাহ, আমি ভালে।”


আমি চাইনা আপনি আমাকে বাঁচাবেন। আমি নিজেকে বাঁচাতে চাই তুমি আমার পাশে দাঁড়াও।


পুরুষদের মতো মহিলাদেরও অসম্ভবকে চেষ্টা করার চেষ্টা করা উচিত। এবং যখন তারা ব্যর্থ হয়, তাদের ব্যর্থতা অন্যদের কাছে চ্যালেঞ্জ হওয়া উচিত।


পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়


বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে


বলেন ত এইডা কি? । পারলেন না । এইডা একটা স্ট্যাটাস।।“সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা”


কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে


পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়


বেদনাতে চোখ বুজবে -বুঝবে সেদিন বুঝবে!


ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা … মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা – সমরেশ মজুমদার ।


বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম- কাজী নজরুল ইসলাম।


প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে-হুমায়ূন আহমেদ।


“আপনার হাসি বিশ্বের সাথে ভাগ করুন। এটি বন্ধুত্ব এবং শান্তির প্রতীক ”


“আপনি যা পরেন না তা আপনার হাসির চেয়ে গুরুত্বপূর্ণ হয় ”


“জীবিতদের হাসি উচিত, কারণ মৃতেরা তা পারে না।”


“গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি ।।………Suvo Jonmodin…


“শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন । মুখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি ।হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে তেমন করে বন্ধু তোমার ,জীবন যেন সুখের সাগরে ভাসে ।”S”H”U”V”O “J”O”N”M”O”D”I”N”


“আজ তোমার জন্মদিন ,জীবন হোক তোমার রঙ্গিন ।সুখ যেনো না হয় বিলীন , দুঃখ যেনো না আসে কোন দিন। ””Happy Birthday””*.


“সবাইতো ফুলদিয়ে উইশ করে । আমি না হয় হৃদয় দিয়ে করবো ।কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে ।আমি না হয় এসএমএস দিয়ে বললাম ।“” শুভ জন্মদিন “”


“সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল । আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল ।শুভ জন্মদিন”


“সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ আর রাতের তারারা- সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে— শুভ জন্মদিন”


রাতে মশার জ্বালা,

দিনে মাছির জ্বালা,

ভোরে পাখির জ্বালা ,

২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,

সব ভুলে গিয়ে বলছি তোমায়,

“”” শুভ সকাল ”””‘

 Bangla Facebook Status 2022 | Facebook Bangla Status Love 2022

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,

দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,

বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,

বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “”


যদি হাতে রাখো হাত,

আনবো ডেকে নতুন এক প্রভাত,

করবো শুরু নতুন করে দিন,

বন্ধু তোমায় জানাই,

“” Happy Good Morning “”


ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,

সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,

সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,

মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .


“আপনি কেবল হাসিলে আপনি দেখতে পাবেন যে জীবনটি এখনও সার্থক।”


“কখনো কখনো আপনার খুশি, আপনার হাসির কারন হয়ে থাকে আবার কখনো কখনো আপনার হাসি, আপনার খুশির উৎস হয়ে থাকে”


“তুমি বুঝতে পারবে তোমার জীবন সার্থক, যদি তুমি শুধু হাসতে পারো”


“একটি হাসি হ’ল সুখ আপনি ঠিক আপনার নাকের নীচে পাবেন।“


“বিশ্বের পরিবর্তন করতে আপনার হাসি ব্যবহার করুন; বিশ্বকে আপনার হাসি পরিবর্তন করতে দেবেন না।”


“একটি মৃদু শব্দ, একটি সদয় চেহারা, একটি স্বভাবের হাসি বিস্ময়ের কাজ করতে পারে এবং অলৌকিক কাজ সম্পাদন করতে পারে”


“হাসি অবশ্যই সেরা সৌন্দর্য প্রতিকারগুলির মধ্যে একটি।  আপনার যদি হাস্যরসের ভাল ধারণা এবং জীবনে ভাল ধারণা থাকে তবে তা খুব সুন্দর।“

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url